জানালার কোনো কাঁচই আর অবশিষ্ট নেই। সবগুলো নীল রঙের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে রয়েছে।
বাইরে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকালে দেখা যায়, কাঠের শো-কেসটিরও সবগুলো কাঁচ ভাঙা। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ সামলে নিতে পারেনি সৌখিন জিনিসপত্র রাখার এই সুদৃশ্য আসবাবপত্রটি।
একটি জায়গায় দেখা গেলো, সুদৃঢ় গ্রিলের একটি পাত শক্তিশালী বুলেটের আঘাতে বাঁকা হয়ে গেছে। বাড়ির সামনের সবগুলো দরজা-জানালা খোলা। সাত হাজার টাকায় ভাড়া নেওয়া জঙ্গিদের ব্যবহৃত নাসিরপুরের বাড়িটির অবস্থা এখন এমনই।
বাড়িটির সামনের দিকের অংশটি পাকা। সুসজ্জিত ও মনোমুগ্ধকর। সামনে রয়েছে গাছগাছালি সুসজ্জিত বাগান। ফুলের পাশাপাশি কয়েক প্রকারের সবজিও লাগিয়ে রাখা হয়েছে এখানে।
পেছনে রয়েছে টিন শেডের কয়েকটি রুম। সামনের পাকা রুমগুলো ছয়-সাত বছর আগে করা হয়েছে। জঙ্গিরা এই পাকা বাড়িতে এসে সবাই মিলে আত্মহনন করেছেন বলে পুলিশের দাবি।
নাসিরপুরের রাস্তা ধরে এলে প্রথমেই পড়ে পাকা রাস্তা। পরে বাম দিকে মোড় নিয়েই ইট বসানো রাস্তা। রাস্তাটি পেরিয়ে বাড়িটির প্রধান ফটকের সামনে এলেই চোখে পড়বে দেয়ালের একটি অংশে শ্বেতপাথরের উপর রঙের প্রলেপে লেখা রয়েছে ‘এসএমএন বাগানবাড়ি, নাসিরপুর, মৌলভীবাজার’।
পুলিশি পাহারা রয়েছে। প্রায় দশজন পুলিশ বাড়িটিকে ঘিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডি, ফরেনসিক বিভাগ প্রভৃতি সংস্থা তাদের নিজ নিজ কাজ শুরু করেছে।
জঙ্গি বাড়িটির পেছনের বাড়িতে থাকেন সবুজ আহমেদ। শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বাড়িটির বর্তমান অবস্থা দেখতে গেলে কথা হয় তার সঙ্গে।
তিনি বাংলানিউজকে বলেন, বাড়িটির কেয়ারটেকার জুয়েল মিয়া দুই প্রজাতির পাখি ও তিনটি খরগোশ পালতেন। কালো, সাদা ও ধূসর রঙের মোট চারটি খরগোশ ছিলো। জুয়েল বর্তমানে পুলিশের হাতে আটক রয়েছেন।
বাড়িটি ডান দিকের অংশে দেখা যায় একটি স্থানে বেশ জায়গাজুড়ে সিমেন্ট খসে ইট বেরিয়ে এসেছে। জঙ্গিদের ব্যবহার করা গ্রেনেডের বিস্ফোরণে এমন অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আবদুল বাসেদ বাংলানিউজকে বলেন, শুক্রবার দুপুর দু’টোর দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ফরেনসিক বিভাগ ও বম্ব ডিসপোজল ইউনিটের প্রায় দশজন সদস্য সেই বাড়িটিতে প্রবেশ করে অনুসন্ধান চালান।
তিনি আরও বলেন, মৌলভীবাজারের বড়হাট বাড়িতে অভিযান শেষ হলে পুরনায় নাসিমপুরের এই বাড়িতে আবারও তল্লাশি করা হবে। পেছনে টিন শেডের রুমগুলো এখনও আটকানো রয়েছে। হয়তো ওখানেও অনেক কিছু থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিবিবি/এসএনএস
** বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ, ৩ জঙ্গি নিহত
** মিশন ম্যাক্সিমাস, ভেতরে ঢুকে গুলি করছে সোয়াট
** ফের শুরু অপারেশন ম্যাক্সিমাস, জঙ্গি আস্তানায় সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানায় ফের বিস্ফোরণ
** অপারেশন ‘ম্যাক্সিমাস’ শনিবার সকাল পর্যন্ত স্থগিত
** জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
** বড়হাট আস্তানায় সোয়াট
** বড়হাট আস্তানায় রাতে রেকি, সকালে সোয়াটের অভিযান
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
** নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
** নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
** নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
** খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান
** ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর
** সমাপ্তির পথে অভিযান ‘ম্যাক্সিমাস’