দুলালের বাড়ি দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড়ে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, সকালে দৌলতখালী মাদ্রাসার পেছনের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, দৌলতখালী মাদ্রাসা মোড় বাজারে চা বিক্রি করতেন দুলাল। তিনি বেশকিছু টাকা দেনা ছিলেন। আবার তার দোকান থেকেও অনেকে বাকিতে চা পান করতেন। বৃহস্পতিবার তার চায়ের দোকানে হালখাতা ছিল। উদ্দেশ্য ছিল, বকেয়া টাকা পেয়ে দেনা শোধ করার। কিন্তু হালখাতায় বকেয়া টাকা তেমন আদায় না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। দেনা পরিশোধের দায় থেকে বাঁচতে শুক্রবার রাতে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই