ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০১ এপ্রিল) সকালে ডিবি থেকে এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।

রোববার (০২ এপ্রিল) থেকে এইচএসসি ও সমমানের (উচ্চমাধ্যমিক) পরীক্ষা শুরু হচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।