ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে আটক  

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে আটক  

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া লঞ্চঘাটে বরগুনা থেকে ঢাকাগামী প্রিন্স আওলাদ লঞ্চ থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার লালমাই থানার বাবকপাড়ার আব্দুস ছোবাহান (৫০) ও তার মেয়ে নার্গিস বেগম (২৫)।  

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, ওই দু’জন কুমিল্লা থেকে গাঁজা নিয়ে লঞ্চে করে পাথরঘাটা আসছিলেন।

খবর পেয়ে সকালে কাকচিড়া লঞ্চঘাটে অভিযানে যায় পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চটি  কাকচিড়া ঘাটে দাঁড়ায়। এসময় পুলিশ ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে আটক করে।  

আটক আব্দুস ছোবাহান ও নার্গিস জানান, নার্গিসের স্বামী পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মো. কবির ওরফে গাঁজা কবির দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে পাথরঘাটা, মঠবাড়িয়া ও বামনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে দুপুরের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।