আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার লালমাই থানার বাবকপাড়ার আব্দুস ছোবাহান (৫০) ও তার মেয়ে নার্গিস বেগম (২৫)।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, ওই দু’জন কুমিল্লা থেকে গাঁজা নিয়ে লঞ্চে করে পাথরঘাটা আসছিলেন।
আটক আব্দুস ছোবাহান ও নার্গিস জানান, নার্গিসের স্বামী পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মো. কবির ওরফে গাঁজা কবির দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে পাথরঘাটা, মঠবাড়িয়া ও বামনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে দুপুরের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই