শনিবার ( এপ্রিল ১) অভিযান শেষে ঘটনাস্থলে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় হামলাকারী একজন নয়, তার সঙ্গে আরও লোক যুক্ত ছিল।
এই বোমা বিস্ফোরণের ঘটনা আমরা টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করে দেখেছি। এখান থেকে গিয়ে তারা ঘটনা ঘটিয়ে আবার বড়হাটে আসতে পেরেছে। যে কারণে আমরা বুঝতে পেরেছিলাম এখানে হাই লেভেলের না হলেও আপার মিড লেভেলের জঙ্গি রয়েছে।
মনিরুল আরও বলেন, আমরা আগেই জানতে পেরেছিলাম বড়হাটে ৩ জন জঙ্গি অবস্থান করছে। তাদের মধ্যে একজন মহিলা ও দু'জন পুরুষ।
বড়হাটের বাড়িতে একাধিক নির্মাণাধীন ভবন ও অনেকগুলো কক্ষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা কক্ষগুলোতে এক্সপ্লোসিভ সেট করে রেখেছিল। গত পরশুদিন পুলিশের উপস্থিতি টের পেয়েই ভবনের ছাদে ওঠে দু'টি গ্রেনেড ছুড়ে মেরেছিল। এর একটি বিস্ফোরিত হয়, অপরটি ধান ক্ষেতে অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আমরা জঙ্গি দমনে লে.কর্ণেল আজাদসহ ৯ জনকে হারিয়েছি। ফলে সেই স্মৃতি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এগুচ্ছি।
অভিযানকালে এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তার খাতিরে তাদের কষ্ট দিয়েছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল একটু সময় নিয়ে হলেও অপারেশনটা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া করবো। যেহেতু বড় ঘটনা তারা ঘটিয়েছে, সে কারণে তাদের জীবিত ধরার উদ্দেশ্য ছিল। এ জন্য তাদের বার বার আমরা আহ্বান করেছি। যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি, তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। এ কারণে গতকাল সন্ধ্যা ৭টায় আমরা আনুষ্ঠানিকভাবে অপারেশন স্থগিত করেছি। এরপর সকালে যখন সোয়াট সদস্যরা এসেছে, তখনো তারা বড় বড় তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ধারণা ছিল আগুন ধরেছে। যখন আমরা বুঝলাম তারা নিহত হয়েছে, তখন আমরা ঘরে প্রবেশ করেছি। আমরা এখানে তিনটি মরদেহ দেখেছি, একটি মহিলার ও দুই জন পুরুষের। এই অভিযানটি ভবিষ্যতে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষ এগিয়ে আসলে, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী পথভ্রান্ত জঙ্গিদের দমন করা সম্ভব হবে। আমরা সম্মিলিত ভাবে এই সমস্ত পথভ্রান্ত ধর্মান্ধ জঙ্গিদের দমন করতে পারবো।
সোয়াট, ছাড়াও সিআরটি, বোম্ব ডিস্পোজাল ইউনিট, মৌলভীবাজার জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল ইউনিট, মিডিয়া ও এলাকার লোকজনের সহায়তায় অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরআই
** সন্দেহে মৌলভীবাজারের জঙ্গি আস্তানার বাড়ির মালিক সাইফুল
** মিশন ম্যাক্সিমাস, ভেতরে ঢুকে গুলি করছে সোয়াট
** ফের শুরু অপারেশন ম্যাক্সিমাস, জঙ্গি আস্তানায় সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানায় ফের বিস্ফোরণ
** অপারেশন ‘ম্যাক্সিমাস’ শনিবার সকাল পর্যন্ত স্থগিত
** জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
** বড়হাট আস্তানায় সোয়াট
** বড়হাট আস্তানায় রাতে রেকি, সকালে সোয়াটের অভিযান
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
** নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
** নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
** নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
** খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান
** ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর
** সমাপ্তির পথে অভিযান ‘ম্যাক্সিমাস’