ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৫ স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বেনাপোল সীমান্তে ১৫ স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক বেনাপোলে আটক স্বর্ণসহ চোরাকারবারি।

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের ছোট আঁচড়া নামক স্থান থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই স্বর্ণবারসহ তাদের আটক করে।

আটকরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের কৃত্তিপুর গ্রামের নূর ইসলামের ছেলে শামিম (২১) ও নারাণপুর গ্রামের আজিজুরের ছেলে হোসেন (২৪)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে দুই পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতের দিকে যাচ্ছে। পরে অভিযান চালিয়ে বেনাপোলের ছোট আঁচড়া নামক স্থান থেকে একটি মোটর সাইকেলসহ তাদের ধরা হয়। এসময় শরীর তল্লাশী চালিয়ে দুই জনের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দেড় কেজি বলে জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির এডি মুনসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের স্বর্ণসহ যশোর সদর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এজেডএইচ/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।