ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের মতবিনিময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের আলাপচারিতা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা সফররত মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কোর্সেস ফাউন্ডেশন।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল বিপিন রাওয়াত।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিন সকাল সাড়ে ৯টায় বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছে। ২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেনারেল বিপিন রাওয়াত।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমশুক্রবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের পর শনিবার (১ এপ্রিল) ব্যস্ত কর্মসূচি রয়েছে ভারতীয় সেনাপ্রধানের। এরইমধ্যে সকালে সেনা সদরদফতরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এইচএ/

**গাইবান্ধার স্মৃতিসৌধ পরিদর্শনে ভারতীয় সেনা প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।