ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্মৃতিসৌধ পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
গাইবান্ধায় স্মৃতিসৌধ পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান  গাইবান্ধার স্মৃতিসৌধ পরিদর্শনে ভারতীয় সেনা প্রধান 

গাইবান্ধা: ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।

শনিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার কাটাখালি হেলিপ্যাডে নামে।

পরে ভারতীয় সেনাপ্রধান ৩৫ মিনিট গাইবান্ধার স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে এ সময় স্ত্রীসহ চারজন ছিলেন। গাইবান্ধায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান

এদিকে, তার সফরকে ঘিরে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রংপুর-বগুড়া মহাসড়কের স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

১৯৭১ সালে কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনাপ্রধানের গোবিন্দগঞ্জে আসা।

এরপর তিনি হেলিকপ্টারে করে বগুড়া ক্যান্টনমেন্টে যান।


বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই 

** মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের মতবিনিময়
**দুই সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।