ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি

মানিকগঞ্জ: ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক চত্বর থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।