ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

৬ দফা দাবিতে সোনালী ব্যাংক কর্মচারীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
৬ দফা দাবিতে সোনালী ব্যাংক কর্মচারীদের মানববন্ধন মানববন্ধনে ৬ দফা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মচারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন।

শনিবার (০১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
 
মানববন্ধনে অংশ নেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ এর সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হাসান খসরুসহ ইউনিয়নের নেতাকর্মীরা।


 
দাবিগুলো হলো- বিদ্যমান দু’টি সার্ভিস রুল ও বিতর্কিত অর্গানোগ্রাম বাতিল করে যুগোপযোগী সার্ভিস রুল ও অর্গানোগ্রাম চালু, সকল পিটিসি, দৈনিক মজুরিভিত্তিক ও খণ্ডকালীন কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের মতো পোষ্য কোটা ও কর্মকর্তা-কর্মচারীদের সিপিএফ থেকে জিপিএফে যাওয়ার সুযোগ করে দেওয়া।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।