শনিবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১-৫ এপ্রিল পর্যন্ত পাঁচদিনব্যাপী চলবে এ সম্মেলন।
তিনি আরও বলেন, এ পাঁচ দিনের মধ্যে মাঝে দু’দিন এইচএসসি পরীক্ষাও আছে। সব মিলিয়ে রাজধানীতে যানজট যাতে না হয় এবং সম্মেলনে আসা অতিথিরা যাতে নির্দিষ্টসময় চলাচল করতে পারেন। সেজন্য আমি নগরবাসীকে অনুরোধ জানাচ্ছি, এই পাঁচদিন খুব প্রয়োজন না হলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হবেন না।
তিনি বলেন, আগামী ২ ও ৪ এপ্রিল এইচএসসি পরীক্ষা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে।
তিনি বলেন, আইপিইউ সম্মেলনটি জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আগত অতিথিদের নিরাপত্তার জন্য এই দুই ভেন্যুর আশেপাশের সমস্ত এলাকায় পুলিশ, র্যাব-বিজিবিসহ সব গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবে।
শুধু সম্মেলন স্থলই নয়, পুরো রাজধানীতেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
জঙ্গিবাদের হুমকি বিবেচনা করে কোনো অতিথি আসছে না, এমন কোনো তথ্য আছে কি-না? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো তথ্য নেই। ১৩২টি দেশের ১ হাজার ৪শ অতিথি আগ্রহ নিয়েই এখানে যোগ দিচ্ছেন। তাদের নিরাপত্তায় আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।
এদিকে, আইপিইউ সম্মেলনস্থলের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পরিদর্শন শেষে আইজিপি বলেন, আইপিইউ সম্মেলন উপলক্ষে বিমানবন্দর থেকে শুরু করে ভেন্যু পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে। সম্মেলনে আগত অতিথিরা রাজধানীর ১৫টি হোটেলে থাকবেন, সেখানেও নিরাপত্তা নিশ্চিত করা হয়ছে। হোটেল থেকে ভেন্যু পর্যন্ত আসা-যাওয়ার পথেও তাদের নিরপাত্তা দেওয়া হবে। অতিথিদের গাড়ির পেছনে থাকবে পুলিশের স্কট।
আইপিইউ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
এই সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী জুড়েই আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন চেকপোস্ট বসানে হবে।
তবে এই ক’দিন রাজধানীতে যানজট নিয়ন্ত্রণেই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা ট্রাফিক ব্যবস্থাও থাকছে।
আইজিপি নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলে, খুব বেশি প্রয়োজন না হলে ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের করার দরকার নেই।
শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পাঁচ দিনের আইপিইউ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে ১৩২ দেশের সংসদীয় প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৪০০ জন অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজেএ/এসএইচ