শনিবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আল-আমিন (৩০), মো. অলি (২৮), রাজিব (২০) ও সুরুজ (১৯)।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সরোজীৎ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টায় পদ্মা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৫ মণ জাটকা জব্দ করা হয়। আর নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাটকা শিকার করায় ওই চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেওয়া হয়।
মাছগুলো সকাল ৯টার দিকে এলাকার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই