ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়ায় ৫৫ মণ জাটকা জব্দ, ৪ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
শিমুলিয়ায় ৫৫ মণ জাটকা জব্দ, ৪ জেলের জরিমানা

মুন্সীগঞ্জ: পদ্মা নদীর মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া পয়েন্ট থেকে ৫৫ মণ জাটকাসহ আটক চার জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ আদেশ দেন।  

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আল-আমিন (৩০), মো. অলি (২৮), রাজিব (২০) ও সুরুজ (১৯)।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সরোজীৎ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টায় পদ্মা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৫ মণ জাটকা জব্দ করা হয়। আর নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাটকা শিকার করায় ওই চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেওয়া হয়।  

মাছগুলো সকাল ৯টার দিকে এলাকার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।