শনিবার (১ এপ্রিল) দুপুরে পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শনিবার সকাল পৌনে ৮টায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় ‘এমভি মাহিন ও রিফাত-১’ যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২শ’ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
উদ্ধার করা জাটকা স্থানীয় ২২টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
জেডএম/