ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্টজালসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মেহেন্দিগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্টজালসহ আটক ৫

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজালসহ ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৫০ কেজি জাটকাও জব্দ করা হয়।

শনিবার (০১ এপ্রিল) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মেহেন্দীগঞ্জে, আলিমাদ ও লেঙ্গুটিয়া সংলগ্ন কালাবদর নদীতে এ অভিযান চালানো হয়।

বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জব্দ মালামালসহ আটকদের বরিশাল নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।