শনিবার (১ এপ্রিল) সকালে ঢাকায় নেওয়ার পথে একজন ও ভোরে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খনজনপাড়া এলাকার ছকেন আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে পাবনার বেড়া থেকে মোটরসাইকেলে করে শাহজাদপুরে যাচ্ছিলেন আমিনুল ও আলিম। পথে সমবায় পেট্রোল পাম্প এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আমিনুলের মৃত্যু হয়।
অপরদিকে অাশঙ্কাজনক অবস্থায় আলিমকে রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/