ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সচেতন: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সচেতন: আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক/ছবি: বাংলানিউজ

ঢাকা: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশেই অভিযান চলছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী এখন আরও বেশি সচেতন হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঁচ দিনের আইপিইউ সম্মেলনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।  

আইজিপি বলেন, সারাদেশেই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিভিন্ন আস্তানাও খুঁজে বের করা হয়েছে। সিলেটের ঘটনার অভিজ্ঞতা থেকে আমরা আরও সতর্ক হয়েছি।

আশকোনায় দু’টি আত্মঘাতী হামলার ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, জনগণের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ হামলা চালিয়ে জঙ্গিরা কিছু করতে পারেনি। নিহত হামলাকারীদের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার কাজ চলছে।

আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক অবস্থানে থেকে জঙ্গিবাদ দমনে কাজ করছে। তাই দেশবাসীর শঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই।

জঙ্গি দমনে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, আপনারা জানেন, জঙ্গিরা বিভিন্ন স্থানে বাসা ভাড়া নেয়, তবে সেখানে বেশি দিন থাকে না। তারা যেসব বাসা থাকেন খুব বেশি ফার্নিচার নেন না। তাদের কাছে টেলিভিশনও থাকে না। সব সময় ঘরের দরজা-জানালা বন্ধ রাখে। ওই বাড়ির কারও সঙ্গে কোনো কথা বলে না।

যদি কোনো ভাড়াটিয়ার এমন আচরণ চোখে পড়ে, তবে সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করুন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করবে। তাদের ঘর তল্লাশি করবে এবং সঙ্গে সঙ্গে স্থায়ী ঠিকানাও ভেরিফিকেশন করবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।