শনিবার (০১ এপ্রিল) সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- চর কাগমারা গ্রামের আব্দুল আলীর ছেলে ওহাব ও এনায়েতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩’র কোম্পানি কমান্ডার বীনা রানী দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকায় আশরাফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওহাব ও আশরাফের স্বীকারোক্তিতে মাটি খুঁড়ে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি