ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
টাঙ্গাইলে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌর এলাকায় একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১২।

শনিবার (০১ এপ্রিল) সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- চর কাগমারা গ্রামের আব্দুল আলীর ছেলে ওহাব ও এনায়েতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩’র কোম্পানি কমান্ডার বীনা রানী দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকায় আশরাফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওহাব ও আশরাফের স্বীকারোক্তিতে মাটি খুঁড়ে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।