ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
টাঙ্গাইলে ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ব্যাগ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (০১ এপ্রিল) সকালে বাসাইল-কাউলজানী রোডের মহিষখালী ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বাসাইল এলাকায় রাস্তার ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ব্যাগটি খুলে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে বারবার অবগত করলেও পুলিশ নবজাতকটির মরদেহটি উদ্ধার করতে আসেনি।

পরে স্থানীয়ার মহিষখালী ব্রিজের নিচে মরদেহটি মাটি চাপা দিয়ে রাখে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়টি আমার জানা নেই।

‍বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।