ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
রূপগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার দিঘীবরাব এলাকার মৃত যধু চন্দ্র সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার ও মোগরাকুল এলাকার মৃত ইস্কান্দারের ছেলে কাজী নজরুল ইসলাম।

রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহতাব বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলেন কার্তিক ও নজরুল। দুপুরে নিজ নিজ এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ কার্তিক ও তিন পিস ইয়াবাসহ নজরুলকে আটক করা হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।