শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (০১ এপ্রিল) দুপুরে তার মরদেহ খোকসার বনগ্রামে পৌঁছায়।
বাপ্পি উপজেলার বনগ্রামের মৃত আবু তৈয়ব এর ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে বনগ্রাম বাজারে একই গ্রামের আব্দুল মান্নানের নির্দেশে মিতুল এবং তোয়াজের নেতৃত্বে বেশ কয়েকজন বাপ্পিকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় বাপ্পির চিৎকারে তার ভাই কাফি এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা বাপ্পি এবং কাফিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাপ্পির অবস্থার অবনিত হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সেখানে বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় শুক্রবার রাতেই বাপ্পির ভাই কাফি বাদি হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি