ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কেরানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন’-এ স্লোগানে কেরানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ভূমি অফিসের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পরে ভূমি অফিসের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল পারভেজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল শিউলি রহমান তিন্নী, নাজির রাকিব হোসেন চয়ন, মোহাম্মদ মজিরুল হক, কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, সার্ভেয়ার কাউসার আহমেদ, মো. মেরাজ, মো. আলাউদ্দিন, মো. মনিরুজ্জামান, মো. ফজলুল হক, ভূমি সহকারী শাহ আলম, ভারপ্রাপ্ত ভূমি সহকারী নজরুল ইসলাম ও মো. তারেক প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- অফিস সহায়ক মো. ধেনু, মো. আজাদ, মহিউদ্দিন তরফদার, মো. জাহাঙ্গীর, মো. সাইদ, মো. হাবীব, মো. রিপন, মো. সোহাগ, মো. কুতুব উদ্দিন ও মো. সুমন প্রমুখ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল শিউলি রহমান তিন্নী বলেন, বিভিন্ন সূত্রে জমির মালিকানা পরিবর্তনের ফলে নামজারি ও জমা খারিজের মাধ্যমে রেকর্ড হালকরণ হয়ে থাকে। এসব কার্যক্রম যেন সঠিকভাবে, নির্ধারিত সময়ে দক্ষতার সঙ্গে করা যায় সে বিষয়ে জনগণকে এগিয়ে আসতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল পারভেজুর রহমান বলেন, ভূমির মালিকানা সঠিক রাখার স্বার্থে ভূমির মালিকগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। জনগণ যাতে ভূমি উন্নয়ন কর সহজেই দিতে পারেন সে জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ১-৭ এপ্রিল গ্রাম পর্যায়ে ক্যাম্প স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।