শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে জঙ্গিবাদ, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সকল শিক্ষার্থীদের এসব থেকে দূরে থেকে প্রতিরোধ করার আহবান জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী বলেন, আমাদের বীর সন্তানরা আজকে এই জঙ্গি সন্ত্রাস দমন করতে গিয়ে নিহত হচ্ছে, তাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবেনা। আজকে যারা তোমরা এখানে আছো তোমাদেরকে এই সন্ত্রাস রুখে দাঁড়াতে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে প্রশাসনের পাশাপাশি আমাদের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন, আমরা আমাদের শেষটুকু দিয়ে হলেও দেশ থেকে এই অপশক্তিকে বিদায় করবো আর আমাদের এ লড়াইয়ে সাধারণ মানুষের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও আমাদেরকে সহায়তা করবে।
মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ বলেন, সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ ও তোলারাম কলেজের ঐতিহ্য অনেক পুরোনো। দেশে নতুন করে যে জঙ্গি সন্ত্রাস শুরু হয়েছে তা নির্মূলেও আমাদের প্রশাসনের পাশাপাশি আমরাও সজাগ থাকবো। জাতির যেসব বীররা আমাদের জন্য আত্মত্যাগ করলো তাদের সকলের জন্য আমরা প্রার্থনা করবো।
মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি।
এ ছাড়া জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, সরকারি তোলারাম কলেজের শিক্ষকমন্ডলী ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বিএস