শনিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম মনির-উজ-জামান ও খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. দিদার আহম্মাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এম মাহমুদ ডন ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/