শনিবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে জামগড়া মনির মার্কেট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহাদাত মনির মার্কেট এলাকার দিনমজুর আব্দুর সাত্তারের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে জানান, শাহাদাতের মা স্থানীয় একটি পোষাক কারখানায় কাজ করেন। প্রায় সময় শাহাদাত ও তার ভাই হান্নান বাসায় থাকতো। এই সুযোগে স্থানীয় মাদকাসক্ত যুবক জাহাঙ্গীর চুরি করতে তাদের বাড়িতে ঢোকে। এসময় শাহাদাত ও হান্নান দেখে ফেলায় জাহাঙ্গীর শাহাদাতকে পিটিয়ে হত্যা করে। ছোট ভাইকে পিটিয়ে মারতে দেখে হান্নান জ্ঞান হারায়। পরে স্থানীয়রা হান্নানকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।
জাহাঙ্গীরকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। শাহাদাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি