ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭

বগুড়া: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন করেছে বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

শনিবার (০১ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় জেলা প্রশাসনের সহযোগিতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।


 
তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে দুর্নীতি বন্ধ করতে হবে।
 
দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগ এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
 
জেলা দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম, সহকারী পরিচালক আতিকুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, সহ সভাপতি মাহফুজ আরা নিভা, অ্যাডভোকেট বিনয় কুমার, বাবুল আক্তার রিপন, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, সি এম ইদ্রিস, হারুনার রশিদ, নুরদিয়া জাহান লিটা, মনোয়ারা খাতুন, সঞ্জু রায় প্রমুখ মানববন্ধনের সমাবেশে বক্তব্য দেন।
 
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণী- পেশার বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন।  
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।