শনিবার (০১ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় জেলা প্রশাসনের সহযোগিতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে দুর্নীতি বন্ধ করতে হবে।
দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগ এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
জেলা দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম, সহকারী পরিচালক আতিকুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, সহ সভাপতি মাহফুজ আরা নিভা, অ্যাডভোকেট বিনয় কুমার, বাবুল আক্তার রিপন, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, সি এম ইদ্রিস, হারুনার রশিদ, নুরদিয়া জাহান লিটা, মনোয়ারা খাতুন, সঞ্জু রায় প্রমুখ মানববন্ধনের সমাবেশে বক্তব্য দেন।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণী- পেশার বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমবিএইচ/এএসআর