ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে নতুন দুই দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে নতুন দুই দেশ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে নতুন দুই দেশ/ছবি: দীপু মালাকার

বিআইসিসি থেকে: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সদস্য হিসেবে নতুন দুটি দেশ যুক্ত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ সম্মেলনের দ্বিতীয় দিন টুভালু ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে সদস্য পদ দেওয়া হয়।

এর মধ্য দিয়ে আইপিইউ এর সদস্য সংখ্যা হলো ১৭৩টি। এর বাইরে ফোরামটির ১১টি সহযোগী সদস্য রয়েছে।

ঢাকায় আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলনে নতুন দুই সদস্য রাষ্ট্রসহ অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ালো ১৩৪।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রোববার (০২ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান।

পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টুভালু এর আগে পরিচিত ছিলো এলিস আইল্যান্ড নামে। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে শাদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন/ছবি: দীপু মালাকার১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে। আইপিইউ-এর ১৩৮ বছরের ইতিহাসে এটিই বাংলাদেশে আয়োজিত প্রথম সম্মেলন।

শনিবার (০১ এপ্রিল) পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউ-এর বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

** অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার খসড়া প্রস্তাব

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।