ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় ২৩ কেজি গাঁজাসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কসবায় ২৩ কেজি গাঁজাসহ আটক ৩ গাঁজাসহ আটক ৩-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৩ কেজি গাঁজা ও সিএনজি চালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২ এপ্রিল) বিকেলে উপজেলার সৈয়দাবাদ-কসবা সড়কের হাজীপুর শহীদ স্মরণিকা বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়কান্দি এলাকার লিটন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), একই এলাকার জাকির হোসেনের স্ত্রী পারুল বেগম (২৫) ও কসবা উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে সিএনজি চালক মো. পেরা মিয়া (৫০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, অটোরিকশায় করে কয়েকজন নারী গাঁজা পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে হাজীপুর শহীদ স্মরণিকা বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ২৩ কেজি গাঁজা ও অটোরিকশাসহ ওই তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।