রোববার (০২ এপ্রিল) র্যাব-১১ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক লিটন উপজেলার লালনগর এলাকার সৈনিক ভিলা বাড়ির মোতাহার হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে উপজেলার লালনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ৭.৬৫ মি. মি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সন্ত্রাসী লিটন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
২০১৬ সালের ১ আগস্ট দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরআইএস/জেডএস