ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
পীরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ঠাকুরগাঁও: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনারুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আনারুল উপজেলার রনশিয়া গ্রামের বাহারউদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় রনশিয়া গ্রামের পার্শ্ববর্তী দানাজপুর বাজারের ইব্রাহীমের দোকান থেকে পান নিচ্ছিলেন আনারুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা আনারুলকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।