রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার টেইপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজির বিশ্বাস উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে টেইপুর যাচ্ছিলেন নজির বিশ্বাস। পথে নতুন ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা নজির বিশ্বাসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/