ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় মোটরসাইকেল খাদে পড়ে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
দামুড়হুদায় মোটরসাইকেল খাদে পড়ে চালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল খাদে পড়ে চালক নজরুল ইসলাম ওরফে নজির বিশ্বাস (৪৮) নিহত হয়েছেন।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার টেইপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির বিশ্বাস উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে টেইপুর যাচ্ছিলেন নজির বিশ্বাস। পথে নতুন ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা নজির বিশ্বাসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।