রোববার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জামাল আহমেদ।
যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় গাংনী উপজেলায় মাসব্যাপী ভ্রাম্যমাণ আইসিটি এ প্রশিক্ষণের আয়োজন করে।
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অফিসার (এডি) ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সিনিয়র প্রশিক্ষক মোজাফফর হোসেন, সহকারী প্রশিক্ষক রুপালী বিশ্বাস, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মুজিবনগর অফিসের ক্রেডিট সুপারভাইজার নকীম উদ্দীন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার এসএম আকরাম।
প্রশিক্ষণে এ উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ২০ জন শিক্ষিত বেকার যুব মহিলা ও ২০ জন শিক্ষিত যুবক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এ প্রকল্পের আওতায় দেশের ৭টি বিভাগের ৭টি উপজেলায় এ প্রশিক্ষণ চলছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ