ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইপিইউ সম্মেলনে গ্রাম বাংলার রূপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
আইপিইউ সম্মেলনে গ্রাম বাংলার রূপ আইপিইউ সম্মেলনে গ্রাম বাংলার রূপ। ছবি:দীপু মালাকার- বাংলানিউজ

ঢাকা: ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনের একটি অংশ বাংলার ঐতিহ্য বিদেশিদের কাছে তুলে ধরা। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘রিড্রেসিং ইনইকুয়েলিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিয়িং ফর অল’ (বৈষম্যের প্রতিকার: সবার জন্য মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা)।

একদিকে চলছে আলোচনা অন্যদিকে অতিথিরা ঘুরে ঘুরে দেখছেন সাজানো বাংলার রূপ-সৌন্দর্য। আইপিইউ সম্মেলনে গ্রাম বাংলার রূপ।                     <div class=

ছবি: দীপু মালাকার- বাংলানিউজ" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/ipu-inn120170402214517.jpg" style="width:100%" />বিশ্বজিৎ পাল, বাবার কাছ থেকে শিখেছেন মৃৎ শিল্প। কালের বিবর্তনে সে শিল্প এখন ঘরের সাজানো বস্তু অথবা শিশুর খেলনা। হারিয়ে যাওয়ার সে শিল্পের পসরা নিয়ে বসেছেন এ মেলায়। চাকা ঘুরিয়ে মাটি দিয়ে বাহারি পণ্য বানিয়ে অভিভূত করছেন বিদেশি অতিথি বা দর্শনার্থীদের। আইপিইউ সম্মেলনে গ্রাম বাংলার রূপ।  ছবি: দীপু মালাকার- বাংলানিউজমেলায় আরও উঠে এসেছে কমনিউটি ক্লিনিক প্রকল্প, একটি বাড়ি একটি খামারসহ গ্রামীণ পরিবেশ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।