রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরাহী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে কুলাল মহল লেনের নতুন রাস্তার একটি ময়লার ড্রেন থেকে কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭/৮ মাস বয়সে নবজাতকটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। পরে কেউ তাকে ড্রেনে ফেলে গেছে।
ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান মঞ্জুরাহী।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এজেডএস/আরআইএস/এমজেএফ