রবিবার (০২ এপ্রিল) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দিবসটি উদযাপন করে।
সিআরপির শিশু বিভাগ আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় অটিস্টিক শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে।
সিডিসির ২০১৪ সালের সমীক্ষা অনুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার ১ শতাংশ অটিজমে আক্রান্ত হয়ে থাকে। অটিজম একটি মানসিক বিকাশ গত সমস্যা যা সাধারণত জন্মের পর প্রথম তিন বছরের মধ্যে হয়ে থাকে। এই সমস্যার করণে মস্তিস্কের সামাজিক বিকাশ ও সামাজিক যোগাযোগ যেমন কথা বলা ও ভাব বিনিময় করার ক্ষমতা বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়।
২০০৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয়। তারই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ২ এপ্রিল থেকে প্রতিবছর অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে জাতিসংঘের সদস্য দেশগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে আসছে।
অটিস্টিক বাচ্চাদের কোনো মিরাকল চিকিৎসা নেই। তবে পরিবার, আত্মীয়-পরিজন, সমাজ, শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসকসহ সকলের সমন্নিত সাহায্য সহযোগিতায় একটি অটিস্টিক শিশুর জীবন হয়ে উঠতে পারে আনন্দময় ও অর্থবহুল। এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
জিপি/এমজেএফ