রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটে হাতিবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে তিস্তার পানির পরিমাণ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দোয়ানী-ডালিয়া সূত্রে জানা গেছে, শুক্রবার তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে নদীতে পানির পরিমাণ ছিলো ৫১.৬৫ সেন্টিমিটার।
তিস্তা পাড়ের সানিয়াজান এলাকার ভূট্টা চাষি কপিল উদ্দিন ও আলকাস উদ্দিন জানান, পানির অভাবে রুক্ষ ভূট্টা গাছগুলো পানি পেয়ে সতেজ হয়ে উঠছে।
তবে পেঁয়াজ চাষি আলম মিয়া জানান, তার পেঁয়াজ খেত পানিতে তলিয়ে গেছে। উঠতি এ ফসল হঠাৎ ডুবে যাওয়ায় চিন্তায় রয়েছেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পানি বৃদ্ধি পাওয়ায় মূল ব্যারাজের কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ