খাগড়াছড়ি: খাগড়াছড়ির সাতমাইল এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক আব্দুল কাউয়ুম (৩০) ও হেলপার মুসলিম (২২) গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (০২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, দিঘীনালা থেকে পণ্য নিয়ে ট্রাকটি খাগড়াছড়ি শহরের দিকে আসছিল।
পরে সাতমাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ওই ট্রাকটি লক্ষ্য করে গুলি ছোড়ে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরআইএস/এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।