ইন্টার পার্লামেন্টরি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে ঢাকা সফরে থাকা ভারতীয় লোকসভার স্পিকার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
লোকসভায় বিলটি পাসের সময় সব সদস্যরা খুবই খুশি ছিলো বলে জানিয়ে সুমিত্রা বলেন, এটি ছিলো ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণ বাংলাদেশকে সহযোগিতা করার কথা স্মরণ করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয় লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমইউএম/এসএইচ