ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

'যারা রক্ত নিয়ে খেলছে তাদের বিষয়ে সর্তক থাকুন'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
'যারা রক্ত নিয়ে খেলছে তাদের বিষয়ে সর্তক থাকুন' প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্পিকার আমাল আল কুবায়শী সৌজন্য সাক্ষাত

ঢাকা: মুসলিম দেশগুলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল মুসলমানের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা করছে, সুবিধা নিচ্ছে।

রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে সফররত সংযুক্ত আরব আমিরাতের স্পিকার আমাল আল কুবায়শী সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সিরিয়ায় চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে আমাল কুবায়শী বলেন, সংলাপের মাধ্যমে এ বিষয়ের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের স্পিকার বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ বড় সমস্যা।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কিছু বিপথগামী সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়ে ইসলামের বদনাম করছে।

প্রধানমন্ত্রী বলেন, ইমাম, শিক্ষক, অভিভাবকসহ সবশ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করছে।  

নিজে ও পরিবার সন্ত্রাসের শিকার বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশেরই উভয়ের দেশে বিনিয়োগের মতো অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ক্ষেত্রে একজন অনূকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন।  

বৈঠকে আইপিইউএর ১৩৬তম সম্মেলন সফলভাবে আয়োজনেও বাংলাদেশের প্রশংসা করেন।

দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ডা. আমাল।

**প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ-ভুক্ত স্পিকারদের সাক্ষাৎ
**লোকসভার স্পিকারকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।