ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় বাবু নামে এক ট্রাক চালক মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

শনিবার (০২ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

মারধরে আহত ট্রাকচালক বাবুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অবরোধে থাকা শ্রমিক আনিস বাংলানিউজকে জানান, টোল প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুকে (ট্রাক চালক) বেধম মারধর করে টোলপ্লাজার নিরাপত্তাকর্মীরা। যারা মারধর করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা সরবো না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, এক শ্রমিককে মারধরের খবরে অন্যরা ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রেখেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।