শনিবার (০২ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
অবরোধে থাকা শ্রমিক আনিস বাংলানিউজকে জানান, টোল প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুকে (ট্রাক চালক) বেধম মারধর করে টোলপ্লাজার নিরাপত্তাকর্মীরা। যারা মারধর করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা সরবো না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, এক শ্রমিককে মারধরের খবরে অন্যরা ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রেখেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএইচ