ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সেনবাগে সেপটি ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সেনবাগে সেপটি ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে সেপটি ট্যাংকে পড়ে ফারিয়া আক্তার (২) ও আবদুর রহমান (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া ওই বাড়ির পল্লী চিকিৎসক বেলাল হোসেন মেয়ে ও আবদুর রহমান কুয়েত প্রবাসী ইয়াসিন নাছিরের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সন্ধ্যায় মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়িতে পাশাপাশি দুই ঘরের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে ফারিয়া ও ইয়াসিনের ছেলে রহমান একসঙ্গে খেলা করছিলো। এসময় অসাবধানতা বশতঃ তারা বাড়ির একটি সেপটি ট্যাংকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে অন্য প্রতিবেশীরা সেপটি ট্যাংক থেকে দুই শিশুর মৃতদেহে উদ্ধার করে।

অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিষয়টি আমরা অনেক দেরিতে শুনেছি। তবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।