ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে মাদক বিক্রেতাদের গুলিতে ২ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মহেশখালীতে মাদক বিক্রেতাদের গুলিতে ২ পুলিশ আহত

কক্সবাজার: মহেশখালী পৌরসভার পুটিবিলার দাসিমাঝি পাড়ায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে দুই কনস্টেবল আহত হয়েছেন। রোববার (০২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ইয়াবা আস্তানায় অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে ৫শ ইয়াবা, ২টি দেশীয় বন্দুকসহ শীর্ষ ইয়াবা বিক্রেতা বাবুল মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

আহতরা হলেন, মহেশখালী থানার পুলিশ কনস্টেবল রুবেল শর্মা ও নাজমুল।

তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটক বাবুল একই গ্রামের হামিদুর রহমানের ছেলে। বাবুলের বাবা ও বোন সুখিয়ারা প্রকাশ শুক্কুনী মাত্র কিছু দিন আগে ৩টি অস্ত্র ও ২শ ইয়াবাসহ গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, অভিযান শেষে চলে আসার সময় বাবুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।