এরা হলেন, ট্রাকের চালক নরসিংদী জেলার ঘোরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল কাইয়ুম (৩২) এবং সীতাকুণ্ডের বড়কুমিরা এলাকার আবু তাহেরের ছেলে মোসলেম উদ্দিন (২২)। এদের মধ্যে কাইয়ুমের কোমরে এবং মোসলেম উদ্দিনের পায়ে গুলি লেগেছে।
রোববার (০২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে এমডিএস এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটির মারিশ্যায় ওই বেসরকারি কোম্পানির পণ্য সরবরাহ করে রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটি খাগড়াছড়ি যাচ্ছিল। পথে সাতমাইল এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এসময় গাড়ি থেকে নেমে গাছের গুড়ি সরাতে গেলে পাশের পাহাড়ে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়। এতে ওই গাড়ির চালক ও হেলপার আহত হয়। এসময় পেছনে থাকা আরো বেশ কয়েকটি পণ্যবাহী গাড়ির চালক হেলপাররা এসে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সালাউদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বলেন, ৪ জন সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে পণ্যবাহী ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে চালকের কোমরে এবং হেলপারের পায়ে গুলি লাগে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএইচ