ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিতি আবশ্যক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিতি আবশ্যক

ঢাকা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তাতে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি আবশ্যিক করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মো. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই পরিপত্রটি সরকারের সব দফতরে পাঠানোও হয়েছে।


 
পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানসমূহ বিশেষত যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেসব অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত আমন্ত্রিত সব সরকারি কর্মকর্তার উপস্থিতি আবশ্যিক। ঢাকায় অবস্থানরত কোনো আমন্ত্রিত কর্মকর্তা অসুস্থতা কিংবা অন্য কোনো জরুরি সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে উপর্যুক্ত অনুষ্ঠানসমূহে উপস্থিত থাকতে অপারগ হলে পূর্বেই মন্ত্রিপরষদ বিভাগের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের কার্যকর ব্যবস্থাপনা ও আসন বিন্যাসের সুবিধার্থে অনুষ্ঠানের ন্যূনতম একদিন আগেই আমন্ত্রিত সরকারি সব কর্মকর্তাদের উপস্থিতি/অনুপস্থিতির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে আবশ্যিকভাবে জানানোর নির্দেশনাও রয়েছে ওই পরিপত্রে।

এদিকে সিদ্ধান্তটির বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে সক্রিয় সহযোগিতা করার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।