ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিরলে যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত, আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বিরলে যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত, আহত ৫

দিনাজপুর বিরল উপজেলার কাঞ্চন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ট্রেনের ভেতরে থাকা ৫ যাত্রী আহত হয়েছে।

এঘটনার পর থেকে দিনাজপুর-পঞ্চগড় সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (০২ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশে আসার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল ইসলাম মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন বিরল কাঞ্চন স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকটি চাকা লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। ট্রেনটি উদ্ধার করতে সংশ্লিষ্ট বিভাগকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।