সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গলাচিপা বাজার থেকে তাকে আটক করা হয়। আকলিমা বেতাগীর চান্দখালী কলেজগেট এলাকার বাসিন্দা মৃত জিন্নাত আলীর মেয়ে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ডিবি ওসি) শেখ আবদুল্লাহ বাংলানিউজকে জানান, আকলিমা নামে এক নারী গাঁজার একটি চালান নিয়ে ঢাকা থেকে বরগুনা আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা জেলার বেতাগী উপজেলার গলাচিপা বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নীল রংয়ের একটি ব্যাগের মধ্যে রাখা ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ