সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মত ও সুপারিশ উত্থাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান।
এছাড়াও নার্স নিয়োগে দুর্নীতির বিষয়সহ উপ-উপাচার্যের আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৯তম সভায় ৪শ’ জন সিনিয়র স্টাফ নার্স পদ সৃষ্টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নার্স সংকট থাকায় নিয়মানুযায়ী ২শ’ জন নার্স নিয়োগ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিলো।
বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণের সুপারিশ করে কমিটি। এছাড়াও দোষী ব্যক্তিদের সতর্ক করা এবং সিন্ডিকেটকে ব্যবস্থা নেওয়ার জন্যে সুপারিশ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭/আপডেট ১৭০১ ঘণ্টা
এমএন/বিএস