ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

উপাচার্যের বিরুদ্ধে উপ-উপাচার্যের অভিযোগ মিথ্যা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
উপাচার্যের বিরুদ্ধে উপ-উপাচার্যের অভিযোগ মিথ্যা উপাচার্যের বিরুদ্ধে উপ-উপাচার্যের অভিযোগ মিথ্যা, ছবি: কাশেম হারুন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কর্তৃক উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ মিথ্যা বলে আখ্যা দিয়েছে সিন্ডিকেট কর্তৃক গঠিত অনুসন্ধান কমিটি।

সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মত ও সুপারিশ উত্থাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান।

এছাড়াও নার্স নিয়োগে দুর্নীতির বিষয়সহ উপ-উপাচার্যের আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৯তম সভায় ৪শ’ জন সিনিয়র স্টাফ নার্স পদ সৃষ্টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নার্স সংকট থাকায় নিয়মানুযায়ী ২শ’ জন নার্স নিয়োগ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিলো।

বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণের সুপারিশ করে কমিটি। এছাড়াও দোষী ব্যক্তিদের সতর্ক করা এবং সিন্ডিকেটকে ব্যবস্থা নেওয়ার জন্যে সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭/আপডেট ১৭০১ ঘণ্টা
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।