ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী দল জঙ্গি আস্তানা আতিয়া মহল

সিলেট থেকে: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে।

সোমবার (০৩ এপ্রিল) সকালে ৠাবের এ দলটি সিলেটে পৌঁছায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ভবনের আশপাশ এলাকা ঘিরে রাখে পুলিশ। প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

চারদিন অভিযান চালিয়ে মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতর থেকে চার জঙ্গির মরদেহ পাওয়া যায়। ওইদিনই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কা করেন তারা। এর ধারাবাহিতদায় সোমবার সকালে র‌্যাবের বিশেষজ্ঞ দল আতিয়া মহলে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।