ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নড়াইলে বিবদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯জন আহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্ডিবরপুর গ্রামের আহম্মদ শেখ ও বাবন শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে  উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে সোমবার সকালে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষে অন্তত ৯জন আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।