সোমবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।
এর আগে বিজিবি প্রতিনিধি দল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার অশোক কুমার তাদের আনুষ্ঠানিক অর্ভ্যথনা জানান।
বিজিবি সূত্রে জানায়, ২৭ সদস্যের এ দলের প্রতিনিধিত্ব করছেন ৪৮ ব্যাটালিয়ন বিজিবি সৈনিক আশরাফুল ইসলাম। ৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ভারতের ঝাড়খণ্ড প্রদেশের হাজারীবাগে বিজিবি ও বিএসএফের মধ্যে এ যৌথ কমান্ডো প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে এ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে বলে জানা যায়।
বিজিবি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের কমান্ডো প্রশিক্ষণ সীমান্ত রক্ষা ও নিজেদের আত্মরক্ষার্থে বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি উভয় দেশের সরকার ও সৈনিকদের মধ্যে সোহার্দ্য মনোভাব আরো জোরদার হবে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব কমান্ডো প্রশিক্ষণে বিজিবি সৈনিকদের ভারতে যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এজেডএইচ/জেডএস