সোমবার (৩ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কালু (৪০), হাসনাইন (৩২), ইকবাল (৩২) ও আমির (২৫)।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় ইলিশা ও তুলাতলী পয়েন্ট থেকে চার হাজার মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তুলাতলী ঘাটে জব্দবৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম থাকায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ